মার্কিন অর্থনীতিতে করোনার হানা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন অর্থনীতিতে। ছবি: এএফপি
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন অর্থনীতিতে। ছবি: এএফপি

করোনাভাইরাসের প্রভাব যে বিশ্ব অর্থনীতিতে পড়তে যাচ্ছে, সে বিষয়ে বিভিন্ন গবেষণাধর্মী সংস্থা আগেই বারবার সতর্ক করেছে। ইতিমধ্যে বিভিন্ন দেশে নানান অর্থনৈতিক কর্মকাণ্ডে শ্লথ গতি লক্ষ করা যাচ্ছে। গত সাত বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সেবা খাতের ব্যবসায়িক কার্যক্রম সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জানুয়ারিতে সেবা খাতে ব্যবসায়িক কার্যক্রম খুবই কমেছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন গবেষণাধর্মী প্রতিষ্ঠান আইএইচএস বলছে, পরিষেবা খাতে ইতিমধ্যে একটি ‘উল্লেখযোগ্য অবনতি’ দেখা গেছে। এর মধ্যে খুচরা ব্যবসা রয়েছে। ২০০৯ সালের পর প্রথমবারের মতো বেসরকারি খাতে বিভিন্ন সংস্থা থেকে পাওয়া নতুন অর্ডারও কমে গেছে।

আইএইচএসের পারচেজিং ম্যানেজারস ইনডেক্সের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে সেবা খাতে ব্যবসায়িক কার্যক্রম ৫৩ দশমিক ৪ পয়েন্ট থেকে কমে ৪৯ দশমিক ৪ পয়েন্ট হয়েছে। শিল্প খাতে উৎপাদন কমেছে। এই সূচক জানুয়ারিতে ৫০ দশমিক ৮ পয়েন্ট হয়েছে, যা ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। আগে যা ৫১ দশমিক ৯ পয়েন্ট ছিল।

পারচেজিং ম্যানেজারস ইনডেক্সটি চলতি বছরের প্রথম মাসে সম্মিলিতভাবে ৪৯ দশমিক ৬ পয়েন্ট হয়েছে, যা আগে ৫৩ দশমিক ৩ পয়েন্ট হয়েছিল। সূচকটি ৫০-এর নিচে অবস্থান করা মানে অর্থনীতি সংকুচিত হচ্ছে—এমনটাই ইঙ্গিত করে।

আইএইচএস জরিপে দেখা গেছে, শিল্প খাতের উৎপাদন কমার পেছনে মূল কারণ করোনাভাইরাসের প্রাদুর্ভাব। কারণ, চীন থেকে আসা অনেক পণ্য দেরিতে খালাস হচ্ছে। এ ছাড়া সেবা খাতের মধ্যে পর্যটন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।