প্যাভিলিয়নের ছক্কা

প্যাভিলিয়নের চার সহপ্রতিষ্ঠাতা মোসতাকিম হোসেন (বাঁ থেকে), প্রিয়ম মজুমদার, মোহাম্মদ রাশেদ আলম ও ফুয়াদ বিন নাসের। ছবি: সংগৃহীত
প্যাভিলিয়নের চার সহপ্রতিষ্ঠাতা মোসতাকিম হোসেন (বাঁ থেকে), প্রিয়ম মজুমদার, মোহাম্মদ রাশেদ আলম ও ফুয়াদ বিন নাসের। ছবি: সংগৃহীত

‘বাংলার খেলা, বাংলায় খেলা’ এই স্লোগান নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু হয়েছিল ‘প্যাভিলিয়ন’ ওয়েবসাইটের। দেখতে দেখতে কেটে গেছে অনেকটা সময়, ১ ফেব্রুয়ারি সাত বছরে পা দিয়েছে প্যাভিলিয়ন। খেলা ও প্রযুক্তি—এই দুইয়ের মেলবন্ধনে ‘প্যাভিলিয়ন’ একটু একটু করে এগিয়ে চলছে সামনের দিকে।

বাংলাদেশে বিশেষায়িত খেলার ওয়েবসাইট দরকার—এই চিন্তা থেকেই প্যাভিলিয়নের পথচলার শুরু। প্রিয়ম মজুমদার, মোসতাকিম হোসেন, ফুয়াদ নাসের ও মোহাম্মদ রাশেদ আলম—বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এই চারজনের উদ্যোগেই প্যাভিলিয়নের যাত্রা শুরু। দেশের মানুষকে আরও বেশি ক্রীড়ামনস্ক করে গড়ে তোলা কিংবা এমন একটা সংস্কৃতি তৈরি করা, যেখানে মানুষ খেলাটা ভালোবাসার পাশাপাশি খেলা নিয়ে যৌক্তিক বিশ্লেষণও করবে, শুরুর দিকের ভাবনা ছিল এমনই। বৈশ্বিক এই যুগে খেলার সংবাদের সঙ্গে পাঠকদের সার্বক্ষণিকভাবে সাইটে ধরে রাখার ব্যাপারটিও গুরুত্বপূর্ণ। এই উদ্দেশ্য থেকে প্যাভিলিয়ন চেষ্টা করেছে ওয়েবসাইটে নতুনত্ব আনার। 

বাংলাদেশে প্রথমবারের মতো নিজেদের ক্রিকেট লাইভ স্কোর ইঞ্জিন চালু করেছে প্যাভিলিয়ন (ক্রিকইনফো, ক্রিকবাজসহ যে ইঞ্জিন আরও বেশ কিছু ওয়েবসাইটের আছে)। এত দিন এই সুবিধার জন্য বাংলাদেশি ওয়েবসাইটগুলো বিদেশি উৎসের ওপর নির্ভর করতে হতো। প্যাভিলিয়নের মাধ্যমে দেশের ঘরোয়া ক্রিকেটের সব স্তরের লাইভ স্কোর পাওয়া যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে। সামনে টুর্নামেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়েও ক্রিকেট ম্যাচে লাইভ স্কোর সেবা দেওয়ার জন্য প্যাভিলিয়ন কাজ করে যাচ্ছে। এতে তৃণমূল পর্যায়ের সব অপেশাদার, আধা পেশাদার ও পেশাদার ক্রিকেটারদের সব তথ্য অনলাইনে লিপিবদ্ধ করা সম্ভব। শুধু ক্রিকেট নয়, অন্য খেলাধুলায়ও এই ডেটাবেইস তৈরি করার পরিকল্পনা রয়েছে প্যাভিলিয়নের। দেশের খেলাধুলার উন্নয়নে যা বড় অবদান রাখতে পারে। প্যাভিলিয়নের ওয়েবসাইট প্রতিদিন এখন তিন লাখ বার পড়া হচ্ছে।

প্যাভিলিয়নের বিশেষ প্রিভিলেজ কার্ড উদ্বোধন করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারসহ আমন্ত্রিত অতিথিরা। ছবি: সংগৃহীত
প্যাভিলিয়নের বিশেষ প্রিভিলেজ কার্ড উদ্বোধন করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারসহ আমন্ত্রিত অতিথিরা। ছবি: সংগৃহীত

নিজেদের পছন্দমতো একাদশ বানিয়ে ‘ফ্যান্টাসি ক্রিকেট বা ফুটবল’ এখনকার যুগের তরুণদের কাছে তুমুল জনপ্রিয়। প্রথম খেলাধুলার পোর্টাল হিসেবে প্যাভিলিয়নে শুরু হয়েছে ফ্যান্টাসি ক্রিকেটও। 

ষষ্ঠ বর্ষপূর্তিতে প্যাভিলিয়ন উদ্যোগ নিয়েছে প্যাভিলিয়নের পাঠক-ফিচার লেখক-শুভানুধ্যায়ীদের সঙ্গে সম্পর্কটা আরও জোরালো করার। সে জন্য একটি বিশেষ ‘প্রিভিলেজ কার্ড’ চালু করেছে, যেটির মাধ্যমে প্যাভিলিয়নের পক্ষ থেকে কিছু বিশেষ সুবিধা দেওয়া হবে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এই কার্ডের উদ্বোধন করেছেন।

প্যাভিলিয়নের মোবাইল অ্যাপের মাধ্যমে পাঠকেরা নিমেষেই জানতে পারবেন সর্বশেষ সংবাদ। প্যাভিলিয়ন খুব শিগগির ইংরেজি ভাষাতেও খবর সরবরাহ করার পরিকল্পনা করছে, এতে করে দেশের পাশাপাশি বিদেশি পাঠকেরাও যুক্ত থাকতে পারবেন। ভবিষ্যতে পাঠকেরা প্যাভিলিয়নে নিজেদের প্রোফাইল খুলে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী খেলোয়াড়, ক্লাব কিংবা প্রিয় খেলা নিয়ে প্রোফাইল সাজাতে পারবেন। 

আমন্ত্রিত অতিথিদের সঙ্গে প্যাভিলিয়ন পরিবার। ছবি: সংগৃহীত
আমন্ত্রিত অতিথিদের সঙ্গে প্যাভিলিয়ন পরিবার। ছবি: সংগৃহীত