সূচক ও লেনদেন কমেছে শেয়ারবাজারে

শেয়ারবাজার
শেয়ারবাজার

সূচক ও লেনদেনের পরিমাণ কমেছে শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৪ পয়েন্ট, অবস্থান করছে ৪ হাজার ৬৯৮ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৪৪ পয়েন্ট।

ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৪৫ লাখ টাকার। গত কার্যদিবসের চেয়ে যা ১০২ কোটি টাকা কম। আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ২৬৩টির, অপরিবর্তিত আছে ২৩টির দর।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—গ্রামীণফোন, ওরিয়ন ফার্মা, এসকে ট্রিমজ, সামিট পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, কনফিডেন্স সিমেন্ট, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেড, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড ও লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।

ডিএসইতে আজ দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ওরিয়ন ইনফিউশন, সি পার্ল, গ্রামীণফোন, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড, পেনিনসুলা, ওরিয়ন ফার্মা, বিকন ফার্মা, সোনারগাঁও, হাক্কানি পাল্প ও কনফিডেন্স সিমেন্ট।

ডিএসইতে আজ দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো প্রাইম ইনস্যুরেন্স, মেঘনা পেট, আইসিবি থার্ড এনআরবি, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সায়হাম টেক্সটাইল, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড ও বিএসআরএম স্টিল।

অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত আছে ১৬টির দর।