স্বর্ণ মুদ্রার দাম বাড়ল

সোনার দাম বাড়ার প্রভাব পড়েছে স্বর্ণ মুদ্রায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেÿবাংলাদেশ ব্যাংকের মুদ্রিত স্বর্ণ স্মারক মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণের ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার মূল্য ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৩ হাজার হাজার টাকা করা হয়েছে। দুটি মুদ্রার মূল্য এক লাখ টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এর আগে ২০১৯ সালের ২৬ আগস্টেও স্বর্ণ মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। ওই সময়ের তুলনায় বর্তমান বাজারে স্বর্ণের মূল্য বেশি হওয়ায় স্বর্ণ মুদ্রার মূল্য বাড়ানো হয়েছে।