অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকেরা

ব্যাংক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের একটি প্রতিনিধিদল সোমবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সঙ্গে দেখা করেছে। ছবি: বিজ্ঞপ্তি
ব্যাংক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের একটি প্রতিনিধিদল সোমবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সঙ্গে দেখা করেছে। ছবি: বিজ্ঞপ্তি

ব্যাংক নয়, এমন আর্থিক প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের একটি প্রতিনিধিদল আজ সোমবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সঙ্গে তাঁর অফিসে দেখা করে। প্রতিনিধিদল অর্থনীতিতে এই খাতের গুরুত্বপূর্ণ অবদান ও বর্তমান পরিস্থিতি অর্থমন্ত্রীর কাছে তুলে ধরে। এ খাতের উন্নয়নে সরকারের কাছে নীতিসহায়তাসহ সুনির্দিষ্ট কিছু সহযোগিতা প্রস্তাব উত্থাপন করে।

বাংলাদেশ, লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) চেয়ারম্যান মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী প্রতিনিধিদলকে এই খাতের সবাইকে সঙ্গে নিয়ে দুর্বল প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, সুশাসন প্রতিষ্ঠা, নতুন পণ্য ও সেবার উদ্ভাবন, গ্রাহকসেবার উন্নয়ন এবং সর্বোপরি সেক্টরের সুনাম বৃদ্ধির কর্মপরিকল্পনা তৈরির পরামর্শ দেন। অর্থমন্ত্রী দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে সহায়তা প্রদান এবং সঠিক দায়বদ্ধতা প্রতিষ্ঠায় সরকারের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।