তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করার উদ্যোগ জেসিআই ঢাকা এচিভারসের

জেসিআই ঢাকা এচিভারস-এর উদ্যোগে ঢাকার আইবিএ অ্যালামনাই ক্লাবে ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ‘দি ফুট স্টেপস’ শীর্ষক অ্যাডভোকেসি ওয়ার্কশপ। ছবি: বিজ্ঞপ্তি
জেসিআই ঢাকা এচিভারস-এর উদ্যোগে ঢাকার আইবিএ অ্যালামনাই ক্লাবে ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ‘দি ফুট স্টেপস’ শীর্ষক অ্যাডভোকেসি ওয়ার্কশপ। ছবি: বিজ্ঞপ্তি

জেসিআই ঢাকা এচিভারস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ‘দি ফুট স্টেপস’ শীর্ষক অ্যাডভোকেসি ওয়ার্কশপ। এতে মূল আলোচনা বিষয়বস্তু ছিল তরুণ সমাজকে উদ্যোক্তা হতে উৎসাহিত করা। রাজধানীর ঢাকার আইবিএ অ্যালামনাই ক্লাবে গত ২৯ ফেব্রুয়ারি বিকেলে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও এমপিএম ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ড. হরিপদ ভট্টাচার্য ও দি সিএফও ফাউন্ডেশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সফিকুল আলম ওয়ার্কশপে দুটি পৃথক সেশন নেন। হরিপদ ভট্টাচার্য ও মো.সফিকুল আলম তাদের মূল্যবান মতামত উপস্থিত ৬০ তরুণদের সামনে তুলে ধরেন।

জেসিআই ঢাকা এচিভারস-এর উদ্যোগে ‘দি ফুট স্টেপস’ শীর্ষক অ্যাডভোকেসি ওয়ার্কশপের মূল আলোচনা বিষয়বস্তু ছিল তরুণ সমাজকে উদ্যোক্তা হতে উৎসাহিত করা।
জেসিআই ঢাকা এচিভারস-এর উদ্যোগে ‘দি ফুট স্টেপস’ শীর্ষক অ্যাডভোকেসি ওয়ার্কশপের মূল আলোচনা বিষয়বস্তু ছিল তরুণ সমাজকে উদ্যোক্তা হতে উৎসাহিত করা।

সভা শেষ ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন ক্লাবের বর্তমান সভাপতি এম উমায়ের করিম। এ অনুষ্ঠান এ জেসিআই ঢাকা এচিভারস-এর অন্যান্য বোর্ড ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান জেসিআই ঢাকা এচিভারস-এর পার্টনার হিসেবে ছিল দি সিএফও ফাউন্ডেশন অফ বাংলাদেশ ও ঢাবির এমপিএম ক্লাব। অনুষ্ঠানটির রেডিও পার্টনার হিসেবে ছিল রেডিও ৭১, ৯৮.৪ এফএম। বিজ্ঞপ্তি