৪ হাজার পয়েন্টের নিচে নামল ডিএসইএক্স

শেয়ারবাজার
শেয়ারবাজার

আজও বড় দরপতন শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে ১৬০ পয়েন্ট। নেমে এসেছে ৪ হাজার পয়েন্টর মনস্তাত্ত্বিক সীমার নিচে। লেনদেন শেষে সূচকটি অবস্থান করছে ৩ হাজার ৯৬৯ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪৯০ পয়েন্ট।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে মাত্র ৩৭৩ কোটি ৬৯ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রায় সব কটির দর কমেছে। ৩৩৮টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১০টির দর। অপরিবর্তিত আছে ৭টির দর।

এর আগে ২০১৫ সালের ৪ মে ডিএসইএক্স সূচকটি কমে ৩ হাজার ৯৫৯ পয়েন্টে অবস্থান করে।

গত কার্যদিবস (বৃহস্পতিবার) লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ১০১ পয়েন্ট।

অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৩৪টির দর কমেছে। ১২টির বেড়েছে। অপরিবর্তিত আছে ৪টির দর।