আবার ধসে পড়ল সূচক

করোনার প্রভাবে দেশের শেয়ারবাজারের সূচকে আজও ধস নেমেছে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে ১৯৬ পয়েন্ট। অবস্থান করছে ৩ হাজার ৭৭২ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৭৭ পয়েন্ট কমে নেমে এসেছে ১২ হাজার পয়েন্টের নিচে।

সকালে লেনদেনের শুরুতে কিছুটা বাড়তে দেখা যায় সূচক। প্রথম ১৩ মিনিটে ডিএসইএক্স ৫৯ পয়েন্ট পর্যন্ত বেড়েছিল। পরে আবার কমতে থাকে। তবে দুপুরে দেশে করোনাভাইরাসে আরও তিনজন আক্রান্ত হয়েছেন, এমন ঘোষণা আসার পর সূচকের পতনে সুনামি হয়। লেনদেন শেষে ডিএসইএক্স কমে ১৯৬ পয়েন্ট।

ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৬৩ লাখ টাকার। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩৭৩ কোটি ৬৯ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৩৩৩টির। বেড়েছে মাত্র ১০টির দর। অপরিবর্তিত ১২টির দর।

গতকাল রোববার ডিএসইএক্স ১৬১ পয়েন্ট বা প্রায় ৪ শতাংশ কমে ৪ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে যায়। ২০১৫ সালের ৪ মে বা পাঁচ বছর পর এ সূচকটি আবারও ৪ হাজারের নিচে নেমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি কমে ৪৮৯ পয়েন্ট বা ৪ শতাংশ হয়েছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, করোনার আতঙ্ক শেয়ারবাজারে জেঁকে বসেছে। এ আতঙ্কে ব্যক্তিশ্রেণি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিজেদের গুটিয়ে নিয়েছে। এতে বাজারে চরম ক্রেতাসংকট দেখা দিয়েছে।

সিএসইতে আজ মোট লেনদেন হয়েছে মাত্র ১৩ কোটি ৩৮ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২৩৫টির। বেড়েছে মাত্র ২৫টির দর। অপরিবর্তিত ১১টির দর।