ইউনেসকো মদনজিৎ সিং সাউথ এশিয়ান ইনস্টিটিউটের স্প্রিং স্কুল সমাপনী অনুষ্ঠিত

ইউনেসকো মদনজিৎ সিং সাউথ এশিয়ান ইনস্টিটিউটের স্প্রিং স্কুলের সমাপনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বিজ্ঞপ্তি
ইউনেসকো মদনজিৎ সিং সাউথ এশিয়ান ইনস্টিটিউটের স্প্রিং স্কুলের সমাপনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বিজ্ঞপ্তি

ইউনেসকো মদনজিৎ সিং সাউথ এশিয়ান ইনস্টিটিউটের স্প্রিং স্কুল ২০২০-এর সমাপনী অনুষ্ঠান গত শনিবার (১৪ মার্চ) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আবাসিক ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ৫ দিনব্যাপী যৌথভাবে এই স্কুলের আয়োজন করে ইউনেসকো মদনজিৎ সিং সাউথ এশিয়ান ইনস্টিটিউট ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) আইন ও মানবাধিকার বিভাগ।

বাংলাদেশ, নেপাল ও ভুটান থেকে মোট ৫৮জন শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে ইউএপির উপাচার্য জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইউনেসকো মদনজিৎ সিং সাউথ এশিয়ান ইনস্টিটিউটের চেয়ারপারসন ড. কামাল হোসেন। তিনি শিক্ষার্থীর মাঝে সনদপত্রও বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি হেমন্ত গোখালে। উপস্থিত ছিলেন ইউএপির কোষাধ্যক্ষ ইশফাক ইলাহী চৌধুরী। সমাপনী বক্তব্য দেন ইউএপির আইন বিভাগের প্রধান মোহাম্মাদ আসাদুজ্জামান।

৫ দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রথিতযশা ব্যক্তি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, আর্টিকেল ১৬-এর ওপর আলোচনা হয়। বিচারপতি মুহাম্মাদ ইমান আলী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামি, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বাধীন মালিক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল এমপাওয়ারমেন্টের প্রধান ড. ফস্টিনা পেরেইরা প্রমুখ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, উদ্বোধনী দিনে স্বাগত বক্তব্য দেন ইউএপির এলএলএম প্রোগ্রামের উপদেষ্টা ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, সভাপতিত্বে করেন ইউনেসকো মদনজিৎ সিং সাউথ এশিয়ান ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ড. শরীফ ভূইঞা।