৩ মিনিটে বাড়ল ১০০ পয়েন্ট

শেয়ারবাজার
শেয়ারবাজার

পতনে পতনে জেরবার হয়ে আজ সূচক কিছুটা বাড়তে দেখা যাচ্ছে শেয়ারবাজারে। আজ বুধবার লেনদেনের প্রথম তিন মিনিটেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০০ পয়েন্ট। তবে বেলা ১১টায় সূচকটি ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩ হাজার ৭৮৫ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮৪ পয়েন্ট।

ডিএসইতে বেলা ১১টার নাগাদ লেনদেন হয়েছে মাত্র ৯০ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৮৬টির দর, কমেছে ৮৭টির দর। অপরিবর্তিত আছে ৪৮টির দর।

গত কার্যদিবস সোমবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ১৯৬ পয়েন্ট।

অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৭টির দর কমেছে। ৬২টির বেড়েছে। অপরিবর্তিত আছে ১০টির দর।