ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার পুঁজিবাজার

বাড়ছে জাপানের নিকেই ২২৫ সূচক। ছবি: রয়টার্স
বাড়ছে জাপানের নিকেই ২২৫ সূচক। ছবি: রয়টার্স

করোনাভাইরাস মহামারির প্রভাব থেকে অর্থনীতিকে রক্ষা করতে ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়ে বড় অর্থনীতির দেশগুলো। এর প্রভাবে আজ বুধবার এশিয়ার শেয়ারবাজার কিছুটা শান্ত হয়েছে। বাড়তে দেখা যাচ্ছে বেশ কয়েকটি সূচক। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত সোমবার ভয়াবহ দরপতনের পর গতকাল মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার। করোনার প্রভাব মোকাবিলা করতে ট্রাম্প প্রশাসনের এক লাখ কোটি ডলারের প্রণোদনা তহবিলের ঘোষণায় গতকাল ওয়ালস্ট্রিটের সূচকগুলো ৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর প্রভাবে আজ সকাল থেকেই ইতিবাচক এশিয়ার শেয়ারবাজারও।

লেনদেনের শুরুতে জাপানের নিকেই ২২৫ বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। হংকংয়ের হ্যাংসেং সূচক বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ, চীনের সাংহাই কম্পোজিট বেড়েছে ১ দশমিক ২ শতাংশ।

গতকাল কমলেও আজ সকাল থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বেশ স্থির আছে।

করোনাভাইরাস মোকাবিলায় ট্রাম্প প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে এক লাখ কোটি ডলারের প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে ২৫ হাজার কোটি ডলার নাগরিকদের সরাসরি অর্থ প্রদানের জন্য ব্যবহৃত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা চালাচ্ছে হোয়াইট হাউস। কী পরিমাণ অর্থের চেক একজন পাবেন, কার অগ্রাধিকার—এসব বিষয়েও আলোচনা চলছে। আর এর প্রভাবই পড়েছে শেয়ারবাজারে।