করোনাভাইরাস থেকে মুক্ত আছি, বলতে পারব না: অর্থমন্ত্রী

আ হ ম মুস্তফা কামাল । ফাইল ছবি
আ হ ম মুস্তফা কামাল । ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘যে করোনাভাইরাস নিয়ে সারা বিশ্ব বিপদে আছে, সেই ভাইরাস থেকে মুক্ত আছি বলতে পারব না।’ করোনা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সচিবালয়ে আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, চীন দুর্যোগ অবস্থা কাটিয়ে উঠেছে। আক্রান্তদের চিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা করেছে তারা। এমনকি অতি অল্পসময়ে আক্রান্তদের জন্য আলাদা অস্থায়ী হাসপাতালও নির্মাণ করেছে। বাংলাদেশেরও আর্থিক সক্ষমতা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি সহায়তার দরকার হয়, তাহলে চীন যে ধরনের হাসপাতাল করেছে, বাংলাদেশও সে ধরনের হাসপাতাল করতে পারবে।

অর্থমন্ত্রী বলেন, ‘সংক্রমণ যাতে কম রাখা যায় সে কাজটি করতে হবে এখন। আমাদের অভিজ্ঞতা হয়েছে। বরং চীন যখন শুরু করেছিল, তখন তাদের অভিজ্ঞতা ছিল না।’

মুস্তফা কামাল আরও বলেন, ‘কম সময়ের মধ্যে হাসপাতাল করার অর্থায়নে আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী “না” করবেন না। তবে সবাইকে সবার জায়গা থেকে বলতে হবে কীভাবে করোনাভাইরাস থেকে মুক্ত থাকা যায়। এটা সবার দায়িত্ব।’

সাংবাদিকদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আর্থিক সক্ষমতা নেই, এ কথাটা ঠিক না। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে যখন যা চাইবে তাই দেওয়া হবে। তবে সরকারের একার পক্ষে এই অবস্থা প্রতিরোধ করা সম্ভব নয়। এ জন্য দরকার সম্মিলিত প্রচেষ্টা।’

অর্থমন্ত্রী বলেন, ‘নিজেদের সচেতন হতে হবে। মনে রাখতে হবে, আমি আক্রান্ত হলে পরিবারের অন্য সদস্যরাও আক্রান্ত হবে। আর আমি সুস্থ থাকলে সুস্থ থাকবে সবাই।’

করোনাভাইরাস মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে পাঁচ হাজার কোটি ডলারের অর্থ বরাদ্দ করেছে, তা থেকে বাংলাদেশ কিছু পাবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফ টাকা দিলে অন্যরা যেমন পাবে, আমরাও পাব। তবে আমরা সে অর্থের আশায় বসে থাকব না।’