শেয়ারবাজারে সূচক ও কোম্পানির দামের সর্বনিম্ন সীমা বেঁধে দিল নিয়ন্ত্রক সংস্থা

নতুন বিধান করে নিয়ন্ত্রক সংস্থা বলেছে, এখন থেকে শেয়ারের দাম নির্দিষ্ট একটি সীমার নিচে নামতে পারবে না। এ কারণে সূচকও নির্ধারিত একটি সীমার নিচে নামার পথ বন্ধ হয়ে গেল।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দরপতন ঠেকাতে বিশেষ এই ব্যবস্থা চালু করেছে। ইতিমধ্যে দুই স্টক এক্সচেঞ্জে এ বিধান কার্যকর হয়ে গেছে। নতুন এ বিধান মেনেই বেলা দুইটা থেকে দুই শেয়ারবাজারে লেনদেন কার্যক্রম শুরু হয়েছে। বেলা আড়াইটায় দেশের প্রধান শেয়ারবাজারের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৭২ পয়েন্ট।

বিএসইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ কার্যদিবসের সর্বনিম্ন দামের গড়কে আজকের দিনের শুরুর দাম হিসেবে ধরা হয়েছে। এতে করে প্রায় সব শেয়ারেরই দাম লেনদেন শুরুর আগে গতকালের চেয়ে কয়েক শতাংশ বেড়ে গেছে।