করোনা পরীক্ষার কিট সংগ্রহে ২৫ লাখ টাকা দিল রিহ্যাব

করোনাভাইরাস পরীক্ষা ও প্রয়োজনীয় কিট সংগ্রহ করতে সরকারকে ২৫ লাখ টাকা দিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে আজ বুধবার রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। রিহ্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। সেই ঢেউ বাংলাদেশে এসে পড়ায় আমরাও সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। সংকটের এই সময়ে সরকারের কাছে কোনো দাবি না করে সরকারের সঙ্গে করোনা মোকাবিলায় আহ্বান জানান তিনি।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেওয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে দেশে পাঁচজন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৯ জন।
যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ইনস্টিটিউটের হিসাবে, করোনাভাইরাসের কারণে এ পর্যন্ত বিশ্বে মারা গেছেন ১৮ হাজার ৬১২ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৭ হাজার ২৪৭ জন।