৩ হাজার কোটি টাকা অনুদান দেবে বিশ্বব্যাংক

কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী ও মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তাসহ জীবনমান উন্নয়নের জন্য ৩৫ কোটি ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক। বর্তমান বাজার দরে (৮৫ টাকা ধরে) এই অর্থের পরিমাণ ৩ হাজার কোটি টাকা।

আজ বুধবার বিশ্বব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তিনটি প্রকল্পে এই অর্থ খরচ হবে।

কক্সবাজারের স্বাস্থ্য ও লিঙ্গ নির্বিশেষে সহায়তা প্রকল্পে ১৫ কোটি ডলার, বিদ্যমান রোহিঙ্গাদের জরুরি সহায়তা প্রকল্পে অতিরিক্ত ১০ কোটি ডলার, কক্সবাজারের স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অতিরিক্ত ১০ কোটি ডলার দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, বাংলাদেশ ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছে। আশ্রয় পাওয়া এই রোহিঙ্গা জনগোষ্ঠী কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার স্থানীয় জনগোষ্ঠীর প্রায় তিন গুণ। এতে স্বাভাবিকভাবেই সবাইকে পর্যাপ্ত অবকাঠামো ও সামাজিক সেবা দেওয়া যাচ্ছে না। বিশ্বব্যাংকের দেওয়া অনুদান স্থানীয় জনগণ ও রোহিঙ্গাদের কাজে লাগবে।