যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে ৬৬ লাখ বেকার ভাতার আবেদন

এক সপ্তাহে ৬৬ লাখ বেকার ভাতার আবেদন হয়েছে যুক্তরাষ্ট্রে। ছবি: রয়টার্স
এক সপ্তাহে ৬৬ লাখ বেকার ভাতার আবেদন হয়েছে যুক্তরাষ্ট্রে। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যায় এর মধ্যে সব দেশকে ছাড়িয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রে। হু হু করে বাড়ছে মৃত মানুষের সংখ্যা। লকডাউন জারি রয়েছে অনেক শহরে। এর বিরূপ প্রভাব পড়েছে দেশটির চাকরির বাজারে।

গতকাল বৃহস্পতিবার দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে (২২-২৮ মার্চ) বেকার ভাতার জন্য আবেদন জমা পড়েছে ৬৬ লাখ, যা এর আগের সপ্তাহের চেয়ে ঠিক দ্বিগুণ। আগের সপ্তাহে ৩৩ লাখ আবেদন জমা পড়েছিল। এর আগে সপ্তাহে যা ছিল ৬ লাখ ৯৫ হাজার।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের শুরুতে দেশটিতে বেকারত্বের হার সর্বনিম্ন অবস্থানে ছিল। তবে করোনার কারণে সব হিসাব ওলট-পালট হয়ে গেল।

করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা যত বাড়ছে, অর্থনৈতিক সংকট ততই তীব্র হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছে ৫ হাজার ৬০০ জন।

মার্কিন বিশেষজ্ঞরা মনে করছেন, মৃত মানুষের সংখ্যা ১ লাখ থেকে ২ লাখ পর্যন্ত হতে পারে। হোয়াইট হাউসের পক্ষ থেকে সম্প্রতি বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে বিধিনিষেধের পরিধি আরও বাড়ানো হবে।

ব্যাংক অব আমেরিকার বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, বেকারত্বের হার ১৫ শতাংশ পর্যন্ত চলে যাবে। গভীরতম মন্দার রেকর্ড দেখতে পারে মার্কিনরা। যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক কার্যক্রম প্রায় বন্ধ আছে। ৮০ শতাংশ মানুষ লকডাউনে। মোটরগাড়িসহ নানা উৎপাদন কারখানা বন্ধ।