দোকান বন্ধ থাকবে ১৪ এপ্রিল পর্যন্ত

সাধারণ ছুটির সঙ্গে দোকান বন্ধের সময়ও বাড়াল বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটি জানিয়েছে, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত রাজধানীসহ সারা দেশের দোকানপাট বন্ধ থাকবে। শুরুতে তারা ৩১ মার্চ পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। পরে সেটা বাড়িয়ে ৪ এপ্রিল পর্যন্ত করা হয়। এবার আবার তা বাড়ানো হলো।

সমিতির এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এ কথা বলা হয়। দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, মহাসচিব জহির উদ্দিন ভূঁইয়া ও সহসভাপতি তৌফিক এহেসান এক বিবৃতিতে বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ ও দোকানমালিকদের সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কাঁচাবাজার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, সুপারশপ, ওষুধের দোকান, খাবার হোটেল ইত্যাদি খোলা থাকছে।

সরকার আজ সাধারণ ছুটি ১৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেয়। পরদিন পয়লা বৈশাখের ছুটি। ফলে কার্যত ছুটি দাঁড়ায় ১৪ এপ্রিল পর্যন্ত।