মেঘনা গ্রুপের কোটি টাকা অনুদান

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তর করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তর করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের বিস্তারের কারণে সহায়তা হিসেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান দিয়েছে। গত ৫ এপ্রিল প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তর করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন মুখ্য সচিব আহমদ কায়কাউস। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, টাঙ্গাইল, যশোর, খুলনা ও শরীয়তপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসক, ইউএনও এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষকে প্রায় ২৫ হাজার প্যাকেট (প্রতি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি চিনি ও ১ কেজি লবণ) ভোগ্যপণ্য বিনামূল্যে সরবরাহ করেছে।