প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যমুনা গ্রুপ দিল ১০ কোটি টাকা

প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলামসহ অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন। ছবি: বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলামসহ অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন। ছবি: বিজ্ঞপ্তি

করোনা চ্যালেঞ্জ মোকাবিলায় যমুনা গ্রুপের পক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যমুনা গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম অনুদানের এই চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলামসহ অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।

অনুদানের চেক দেওয়ার পর যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন।
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, নিজ দেশের মানুষের জন্য কিছু করার অনুভূতি থেকেই সরকারের সব উদ্যোগে সঙ্গে থাকবে যমুনা গ্রুপ।

যমুনা গ্রুপ সরকারের বিভিন্ন বিভাগকে দেবে ১৩ হাজার পার্সোনাল প্রটেকশন ইউনিট (পিপিই), ৭৫ হাজার মাস্ক, দুই হাজার করোনা টেস্ট কিট এবং তিন হাজার হ্যান্ড স্যানিটাইজার। করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগে অংশ নিতে আর্তমানবতার সেবার ব্রত নিয়ে এগিয়ে এসেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ।