ইউনাইটেড হাসপাতালের ২৫ শয্যার আইসোলেশন ইউনিট স্বাস্থ্য অধিদপ্তরকে হস্তান্তর

স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ছবি: বিজ্ঞপ্তি
স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ছবি: বিজ্ঞপ্তি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোলতলী বাজারের পাশে করোনাভাইরাসের (কোভিড-১৯) রোগীদের জন্য ইউনাইটেড হাসপাতালের একটি বর্ধিত অংশ ২৫ শয্যাবিশিষ্ট আইসোলেশন ইউনিট আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বয়ংসম্পূর্ণ ও যথাযথ মানসম্মত যন্ত্রাদি এবং স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালনা করার জন্য এটি স্থাপন করে ইউনাইটেড গ্রুপ।

স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ইউনাইটেড হাসপাতালের সিইও মোহাম্মদ ফাইজুরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে কোভিড-১৯ রোগীদের জন্য আইসোলেশন ইউনিটের বেসরকারি পর্যায়ের এটিই প্রথম উদ্যোগ। ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, ফ্লেবোটমিস্ট ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও সুযোগ-সুবিধা সংবলিত এই আইসোলেশন ইউনিটটি বেসরকারি পর্যায়ে সরকারের বিভিন্ন উদ্যোগের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার একটি অনন্য প্রচেষ্টা।