ছুটির মধ্যে সঞ্চয়পত্র কেনা, ভাঙানো যাবে

করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটির মধ্যে সঞ্চয়পত্র কেনা, ভাঙানোসহ সব ধরনের সেবা পাওয়া যাবে। তফসিলি ব্যাংকের শাখায় এসব সেবা পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

আগে মেয়াদপূর্তি সাপেক্ষ সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলন ও ভাঙানোর সুবিধা চালু ছিল। এখন সঞ্চয়পত্রের সব ধরনের সেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে, যা কার্যকর হবে আগামী রোববার থেবে।

জানা যায়, সরকরি ব্যাংকগুলোর সব শাখা ও বেসরকারি ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত খোলা থাকছে। কিছু শাখা বেলা ২টা পর্যন্ত সেবা দিচ্ছে।

ব্যাংক খোলা রাখার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রণীত সামাজিক দূরত্ব বজায় রাখা–সংক্রান্ত নীতিমালা পালন করতে হয়। পাশাপাশি এটিএম কার্ডের মাধ্যমে লেনদেনের সুবিধার জন্য বুথে পর্যাপ্ত অর্থ রাখতে বলা হয়।

ব্যাংক কর্মকর্তাদের ঝুঁকি বিবেচনায় ইতিমধ্যে বিশেষ ভাতা চালু হয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হলে এবং মারা গেলে বিশেষ স্বাস্থ্যবিমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে দি সিটি ব্যাংকের এক কর্মকর্তা মারা গেছেন।