স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবীদের জুতা বিতরণ করবে বাটা

বাটা করোনাভাইরাস মোকাবিলায় দায়িত্বরত স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী এবং তাঁদের পরিবারের মধ্যে বিতরণ করবে ১০ লাখ জোড়া জুতা। ইউরোপ, লাতিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া-প্যাসিফিক এবং ভারতের বেশ কয়েকটি দেশের মানুষের কাছে এই অনুদান পৌঁছাবে।

বাটার সিইও অ্যালেক্সিস নাসার্ড বলেন, ‘আগের যেকোনো সময়ের চেয়ে এই মুহূর্তে আমাদের মূল্যবোধকে সমুন্নত রাখার ব্যাপারে আমরা বেশি জোর দিচ্ছি। এর মাধ্যমেই আমরা আমাদের গ্রাহক, কর্মী, সরবরাহকারী ও সর্বোপরি জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখতে পারব।’


কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর থেকে ‘বাটা হিরোস’ শীর্ষক কর্মোদ্যোগের মাধ্যমে ভারত, চেক প্রজাতন্ত্র, বাংলাদেশ, পাকিস্তান, কলম্বিয়া, ইতালি, কেনিয়া, জিম্বাবুয়ে, চিলি, পেরু, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো দেশগুলোয় নিজস্ব প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা, রাষ্ট্রীয় ও প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং অন্যান্য সহযোগী সংস্থার সঙ্গে একযোগে ‘বাটা’ কাজ করে যাচ্ছে।


বাটা স্বাস্থ্যকর্মীদের জন্য ফেস মাস্ক, ফেস শিল্ড এবং প্রতিরক্ষামূলক পোশাক (পিপিই) উৎপাদন ও বিতরণ করেছে। এ ছাড়া ‘বাটা চিলড্রেনস প্রোগ্রাম’ ও ‘বাটা শু ফাউন্ডেশন’-এর মাধ্যমে অনুদান হিসেবে জনগণকে খাদ্য, পরিচ্ছন্নতামূলক পণ্য ও অর্থসহায়তা দিয়েছে। খবর বিজ্ঞপ্তির