তেল-চিনির দাম কমালো সিটি গ্রুপ

ভোগ্যপণ্য সরবরাহকারী সিটি গ্রুপ ভোজ্যতেল ও চিনির দাম কমিয়েছে। আজ সোমবার থেকে প্রতিষ্ঠানটি তাদের তীর ব্র্যান্ডের সয়াবিন তেল লিটারপ্রতি ৫ টাকা ও চিনি কেজিপ্রতি ৩ টাকা কমিয়ে বিক্রি শুরু করেছে। 

সিটি গ্রুপের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে দেওয়া এক চিঠিতে বলা হয়, দুর্যোগকালে সরকারি প্রচেষ্টার সঙ্গে সংহতি রেখে ও পবিত্র রমজান মাসে ভোক্তাদের সুবিধার্থে এই মূল্যছাড় দেওয়া হচ্ছে।

জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে বলেন, ‌'কাল মঙ্গলবার নতুন দামের তেল-চিনি বাজারে পৌঁছে যাবে। আর এখন দোকানদারদের কাছে যে তেল-চিনি আছে, সেগুলোতেও আমরা মূল্যছাড় দিয়ে দিচ্ছি।'

তেল-চিনির বাজারে হিস্যার দিক দিয়ে সিটি শীর্ষস্থানীয় কোম্পানি। দাম কমানোর ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে আশা করা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়কে সিটি জানিয়েছে, তারা এক লিটারের সয়াবিন তেলের বোতলের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ১০৫ টাকা নির্ধারণ করছে, যা এতদিন ১১০ টাকা ছিল। একইভাবে লিটারে ৫ টাকা করে কমিয়ে দুই লিটারের বোতল ২০৮ টাকা ও পাঁচ লিটারের বোতল ৫০৫ টাকা নির্ধারণ করেছে।

এ ছাড়া কেজিতে ৩ টাকা কমিয়ে ৭২ টাকার চিনি ৬৯ টাকা নির্ধারণ করেছে সিটি।