যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বেড়ে ৩৪ শতাংশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রে গত এপ্রিল মাসে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৪ শতাংশ। করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার কারণে ব্যাপক হারে কর্মী ছাঁটাই হওয়ায় বেকারত্ব বেড়েছে। খবর রয়টার্স ও হার্ভার্ড বিজনেস রিভিউয়ের।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব শিকাগোর অর্থনীতিবিদেরা দেশটির শ্রমবাজার সম্পর্কে এমন পূর্বাভাস দিয়েছেন। তাঁদের মতে, এপ্রিলে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার হতে পারে ২৫ দশমিক ১ শতাংশ থেকে ৩৪ শতাংশ। এদিকে বার্তা সংস্থা রয়টার্সও অর্থনীতিবিদদের ওপর পরিচালিত এক জরিপের পর বলেছে, যুক্তরাষ্ট্রে এপ্রিলের বেকারত্বের হার হবে ১৬ শতাংশ। আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্র সরকার বেকারত্বের তথ্য প্রকাশ করবে।


যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে ২০ মিলিয়ন বা ২ কোটির বেশি কর্মী ছাঁটাই করে ফেলেছে। গত মার্চে ৭ লাখ লোক কাজ হারিয়েছিলেন, যাঁদের ৭০ শতাংশই নারী।

গত এপ্রিলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বলেছিল, করোনাভাইরাসের প্রভাবে মোট ৪ কোটি ৭০ লাখ মানুষ কাজ হারাতে পারেন। অর্থনীতিবিদেরাও বলেছেন, করোনার অর্থনৈতিক প্রভাব হবে অসম। এতে বিশেষ করে নারী ও সংখ্যালঘুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।