এডিপিতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ৮০০ কোটি টাকা

আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্বাস্থ্য খাতে ১৩ হাজার ৩৩ কোটি টাকা বরাদ্দ থাকছে। সেই হিসাবে চলতি এডিপির চেয়ে বরাদ্দ বেড়েছে মাত্র ৭৯৭ কোটি টাকা। চলতি এডিপিতে স্বাস্থ্য খাতে এডিপির বরাদ্দ আছে ১২ হাজার ২৩৬ কোটি টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয় আগামী অর্থবছরের (২০২০-২১) এডিপির বরাদ্দের খসড়া চূড়ান্ত করেছে। সেখানে স্বাস্থ্য খাতের এই বরাদ্দ দিয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির কথা ওঠে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি এডিপিতে স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৫৭টি প্রকল্প আছে। করোনাভাইরাস প্রতিরোধে গত মাসে একটি প্রকল্প বিশেষ ব্যবস্থায় পাস করা হয়। এটি ছাড়া আর কোনো নতুন প্রকল্প পাস করা হয়নি। ফলে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোই আগামী অর্থবছরে বরাদ্দ পাচ্ছে।

পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, প্রকল্প প্রস্তাব যাচাই–বাছাই করে পাস করা দীর্ঘসূত্রতার বিষয়। বর্তমান পরিস্থিতিতে তা এখন কঠিনও বলা চলে। তবে স্বাস্থ্য খাতে উন্নয়নের চেয়ে অনুন্নয়ন বরাদ্দ বেশি বাড়বে।

গত কয়েক বছরের এডিপির চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, আগামী অর্থবছরের এডিপিতেই স্বাস্থ্য খাতে সবচেয়ে কম বরাদ্দ বাড়ছে। চলতি এডিপিতে ১২ হাজার ২৩৬ কোটি টাকা বরাদ্দ আছে। এ ছাড়া ২০১৮-১৯ অর্থবছরে ১০ হাজার ৮০৯ কোটি টাকা ও ২০১৭-১৮ অর্থবছরে ৮ হাজার ৬৯০ কোটি টাকা বরাদ্দ ছিল।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরে মূল এডিপির আকার দাঁড়াচ্ছে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা। এই এডিপি পাস করার জন্য ১২ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা অনুষ্ঠিত হতে পারে। সবচেয়ে বেশি ৫০ হাজার কোটি টাকার ওপরে বরাদ্দ পাচ্ছে পরিবহন খাত। বিদ্যুৎ খাত প্রায় ২৫ হাজার কোটি টাকা এবং শিক্ষা খাত ২৩ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ পাবে।