পিপিই ও মাস্ক কিনতে পুলিশকে ১ কোটি টাকা দিল ঢাকা ব্যাংক

ঢাকা ব্যাংক লিমিটেড বাংলাদেশ পুলিশকে পিপিই এবং মাস্ক কিনতে ১ (এক) কোটি টাকা দিয়েছে। গত ২৮ এপ্রিল বাংলাদেশ পুুলিশকে ১ কোটি টাকা অনুদান হিসেবে দেয় ঢাকা ব্যাংক। 

ঢাকা ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস মহামারির প্রথম থেকেই যেসব পুলিশ সদস্য কাজ করে আসছে তাদের নিরাপত্তার জন্য এই অনুদান দেওয়া হলো। এ অর্থ দিয়ে বেক্সিমকো ফার্মাসিটিকেলস লিমিটেড আন্তর্জাতিক মানের পিপিই এবং মাস্ক উৎপাদন করছে।

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির শুরু থেকেই বাংলাদেশ পুলিশ অগ্রণী ভুমিকা পালন করে আসছে, যা সকল মহলেই অত্যন্ত প্রশংসনীয়। দেশের নাগরিকদের গৃহে অবস্থান এবং জনগণের সামাজিক দুরত্ব বজায় রাখায় তারা নিরলস চেষ্টা করে যাচ্ছে। দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ কার্যক্রমেই পুলিশ সীমাবদ্ধ নেই। আক্রান্ত রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া, বিভিন্নভাবে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে পুলিশের ভুমিকায় জাতি আজ কৃতজ্ঞ। এই মহতি কাজ করতে গিয়ে পুলিশ সদস্যরা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ঝুঁকির মাঝে রয়েছে। তাই তাদের জন্য পিপিই ও মাস্কের জন্য অনুদান দেওয়া হলো।