র্যাব মহাপরিচালকের কাছে আশার ৬৪ মেট্রিক টন খাদ্যসামগ্রী হস্তান্তর

করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে বিতরণের জন্য বেসরকারি সংস্থা আশা র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছে ৬৪ মেট্রিক টন (৪ হাজার ব্যাগ) খাদ্যসামগ্রী হস্তান্তর করেছে।

গত সোমবার (১৮ মে) খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় আশার পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভাইজার (অপারেশন) সুশীল রায়, ইভিপি (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) মো. তৌফিকুল ইসলাম চৌধুরী ও সিনিয়র কনস্যালট্যান্ট শেখ মোজাহার উদ্দীন।
আশার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি-ব্যাগে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার ভোজ্যতেল।

ইতিমধ্যে আশা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিকে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে বিতরণের জন্য ১৬০ মেট্রিক টন, বাংলাদেশ পুলিশকে ৬৪ মেট্রিক টন এবং সমাজসেবা অধিদপ্তরকে ৮ মেট্রিক টন খাদ্যসামগ্রী প্রদান করেছে। উল্লেখ্য, আশা নিজস্ব অর্থে সারা দেশে করোনায় ক্ষতিগ্রস্ত দেড় লাখ দরিদ্র পরিবারকে ১২ কোটি টাকা মূল্যের খাদ্য সহায়তা দিচ্ছে। পাশাপাশি, করোনা সংক্রমণ ঝুঁকি নিরসনে সাধারণ মানুষকে সচেতন করতে আশার পক্ষ থেকে ২০ লাখ লিফলেট বিতরণ করা হচ্ছে।