অফশোর ব্যাংকিং ইউনিটের পরিচালনা সহজ করল বাংলাদেশ ব্যাংক

ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটের পরিচালনা সহজ করল বাংলাদেশ ব্যাংক। শর্ত শিথিল করে ইউনিটের নগদ জমার হার ২ শতাংশ করা হয়েছে, আগে যা ছিল সাড়ে ৪ শতাংশ। এ ছাড়া অভ্যন্তরীণ উৎস থেকে একটি ব্যাংকের মূলধনের ২০ শতাংশের পরিবর্তে এখন থেকে ৩০ শতাংশ পর্যন্ত তহবিল সংগ্রহ করা যাবে। এর ফলে ব্যাংকগুলোর অফশোর ইউনিটের পরিচালনা কিছুটা সহজ হবে। আগামী মাস থেকে নতুন এসব সিদ্ধান্ত কার্যকর হবে।

অফশোর ইউনিট থেকে ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রায় ঋণ দিয়ে থাকে। বাংলাদেশ ব্যাংক গতকাল এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

অফশোর ব্যাংকিং হলো ব্যাংকের অভ্যন্তরে পৃথক ব্যাংকিং সেবা। বিদেশি কোম্পানিকে ঋণ প্রদান ও বিদেশি উৎস থেকে আমানত সংগ্রহের সুযোগ রয়েছে অফশোর ব্যাংকিংয়ে। স্থানীয় মুদ্রার পরিবর্তে বৈদেশিক মুদ্রায় হিসাব হয় অফশোর ব্যাংকিংয়ে। ব্যাংকের কোনো নিয়ম-নীতিমালা অফশোর ব্যাংকিংয়ের ক্ষেত্রে প্রয়োগ হয় না। কেবল মুনাফা ও লোকসানের হিসাব যোগ হয় ব্যাংকের মূল মুনাফায়।