দেশের তৈরি সিলিন্ডার নিয়ে আন্তর্জাতিক বাজারে ওমেরা

প্রথমবারের মতো দেশে তৈরি এলপিজি সিলিন্ডার বিদেশে রপ্তানি শুরু করল ওমেরা সিলিন্ডার লিমিটেড। ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো দেশে তৈরি এলপিজি সিলিন্ডার বিদেশে রপ্তানি শুরু করল ওমেরা সিলিন্ডার লিমিটেড। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো দেশে তৈরি এলপিজি সিলিন্ডার বিদেশে রপ্তানি শুরু করল ওমেরা সিলিন্ডার লিমিটেড। সম্প্রতি আফ্রিকার কয়েকটি এলপিজি কোম্পানিতে সিলিন্ডার রপ্তানি করার মাধ্যমে নতুন এই অধ্যায়ের সূচনা করেছে তারা।

কোম্পানির পরিচালক আজম জে চৌধুরী বলেন, ‘আমরা আশা করি, সামনের দিনগুলোয় বিশ্বের অন্যান্য দেশে যেখানে এলপিজি সিলিন্ডারের চাহিদা রয়েছে, সেসব দেশেও ওমেরার উৎপাদিত সিলিন্ডার অতি শিগগির পৌঁছে দিতে পারব। মানের দিক থেকে আপসহীন থাকার কারণেই এই সাফল্যের স্বীকৃতি পেয়েছে ওমেরা।’

২০১৫ সাল থেকে বিভিন্ন ধরনের এলপিজি সিলিন্ডার তৈরি করে আসছে ওমেরা সিলিন্ডার লিমিটেড। এসব সিলিন্ডার দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাহিদা মতো সরবরাহ করা হচ্ছে। ইউরোপীয় মানদণ্ড মেনে উন্নত প্রযুক্তি, দক্ষ জনবল, উৎপাদক এবং গ্রাহকের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করে ওমেরা এখন পা রাখল বিদেশের মাটিতে।