৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত স্মার্টফোন 'টেকনো প্যুভয়র ফোর'

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক ট্রানশান বাংলাদেশ তাদের মোবাইল ফোন ব্র্যান্ড টেকনো বাজারে নিয়ে এলো ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত স্মার্টফোন 'টেকনো প্যুভয়র ফোর'। ভ্রমনের সময় এবং হার্ডকোর গেমারদের ঘন ঘন ফোন চার্জের ঝামেলা থেকে এই ফোন মুক্তি দেবে বলছে ব্র্যান্ড টেকনো। 

স্মার্টফোনটিতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় চার্জের কথা চিন্তা না করেই টানা ৫১৬ মিনিট ভিডিও রেকর্ডিং, ৬৩৮ মিনিট গেমিং এবং ৭৯২ মিনিট ভিডিও দেখা যাবে। দেশের বাজারে আসা প্যুভয়র ফোর স্মার্টফোনটিতে ব্যাটারি ছাড়াও রয়েছে বেশ কিছু ফিচার। 

'টেকনো প্যুভয়র ফোর' এ রয়েছে ৭ ইঞ্চি স্ক্রিনের এইচডি+ রেজ্যুলেশনের ডট নচ ডিসপ্লে। এটি ব্যবহারকারীদের ডাইনামিক গেমিং এক্সপেরিয়েন্স এবং সিনেমাটিক ভিডিও এক্সপেরিয়ন্স দেবে। 

ছবি তোলার জন্য এই ফোনে রয়েছে চারটি রিয়ার ক্যামেরায় কোয়াড ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। পাশাপাশি আছে ২ মেগাপিক্সেলের মাইক্রো লেন্স, ২ মেগাপিক্সেলের বোকেহ লেন্স এবং একটি এআই লেন্স। সেলফি তোলার জন্য সামনে থাকছে ডুয়াল ফ্ল্যাশলাইট সহ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।