এসএমই দিবসে নারী উদ্যোক্তাদের নিয়ে আলোচনা

সূত্র: বাংলাদেশ ব্যাংক
সূত্র: বাংলাদেশ ব্যাংক

বিশ্ব ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) দিবস আজ। অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার অবদানকে স্বীকৃতি দিতে এবং ক্ষুদ্র উদ্যোগের ব্যাপারে সচেতনতা তৈরিতে বিশ্বজুড়ে পালন করা হয় এ দিবস। দিবসটি পালন উপলক্ষে এসএমই খাতের নানান বিষয় নিয়ে অনলাইনে তিন পর্বের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে প্রথম আলো ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। গতকাল শুক্রবার ‘এসএমই ব্যবসার বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক তিন পর্বের এই আয়োজন শুরু হয়েছে। দ্বিতীয় পর্বে আজ শনিবার ‘এগিয়ে যাচ্ছে নারী-উদ্যোগ’ শিরোনামের আলোচনায় কথা হবে এ খাতের নারী উদ্যোক্তা ও উদ্যোগের বিভিন্ন বিষয়ে। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি সঙ্গীতা আহমেদ, পিপলস ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডসের স্বত্বাধিকারী রেজবিন হাফিজ এবং ফ্যাশন ও অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান শৈলীর স্বত্বাধিকারী তাহমিনা খান শৈলী। ওয়েবিনারটি সঞ্চালনা করবেন প্রথম আলোর যুব কর্মসূচি ও অনুষ্ঠানপ্রধান মুনির হাসান।

অনুষ্ঠানটি আজ শনিবার রাত নয়টায় প্রথম আলো অনলাইন এবং প্রথম আলো ও আইডিএলসির ফেসবুক পেজে সরাসরি প্রচারিত হবে।