নাগরিকদের বিদেশভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাজ্য

আগামী ৬ জুলাই থেকে ইউরোপের সুনির্দিষ্ট কিছু দেশে ভ্রমণে যেতে পারবেন যুক্তরাজ্যের নাগরিকেরা। ছবি: রয়টার্স
আগামী ৬ জুলাই থেকে ইউরোপের সুনির্দিষ্ট কিছু দেশে ভ্রমণে যেতে পারবেন যুক্তরাজ্যের নাগরিকেরা। ছবি: রয়টার্স

বিদেশভ্রমণে বিধিনিষেধাজ্ঞা আগামী ৬ জুলাই থেকে শিথিল করছে যুক্তরাজ্য। দেশটির মন্ত্রীদের বরাত দিয়ে গতকাল শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তারের প্রেক্ষাপটে গত ১৭ মার্চ জরুরি প্রয়োজন ছাড়া বাকি ক্ষেত্রে নাগরিকদের বিদেশভ্রমণ না করার পরামর্শ দেয় যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

বিধিনিষেধ শিথিল হলে ইউরোপের সুনির্দিষ্ট কিছু দেশে যেতে পারবেন দেশটির ভ্রমণকারীরা। ভ্রমণ শেষে দেশে ফিরে এলে তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে না।

শুরুতে স্পেন, ফ্রান্স, গ্রিস, ইতালি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, বেলজিয়াম, তুরস্ক, জার্মানি ও নরওয়ে ভ্রমণের অনুমতি দেওয়া হতে পারে। তবে পর্তুগাল বা সুইডেন যাওয়ার অনুমতি এখনই না মিলতে পারে।

যুক্তরাজ্যের সঙ্গে ভ্রমণ করিডরের সম্পূর্ণ তালিকা আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।

যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোন দেশগুলোয় ঝুঁকি কম, তার ওপর নির্ভর করেছে ভ্রমণবিধি শিথিলের বিষয়টি।

যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, বিধি শিথিল হলে লোকজন বিদেশে গ্রীষ্মের ছুটি কাটাতে যাওয়ার সুযোগ পাবে।

তবে সরকার এ কথাও বলছে, পরিস্থিতি বদলে গেলে, অর্থাৎ ঝুঁকি বাড়লে ভ্রমণের ক্ষেত্রে ফের নিষেধাজ্ঞা দিতে তারা দ্বিধা করবে না।

এদিকে ট্রাভেল সাইটগুলোয় বুকিংয়ের হার ইতিমধ্যে ব্যাপকভাবে বেড়ে গেছে। অনেক কোম্পানি বলছে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বুকিং ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।