শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচক ও লেনদেন বেড়েছে। আগের কার্যদিবস বুধবারের ধারাবাহিকতায় শেয়ারের দামের ঊর্ধ্বগতি দিয়ে গতকাল বৃহস্পতিবারের লেনদেন শুরু হয়ে শেষ পর্যন্ত তা অব্যাহত ছিল। ঈদুল ফিতরের আগে গতকালই ছিল দেশের শেয়ারবাজারের সর্বশেষ লেনদেন।অন্যদিকে ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট নয় দিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। তবে ৪ সেপ্টেম্বর শেয়ারবাজারে লেনদেন চালু হবে এবং আগের সময়সূচি অর্থাৎ বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত লেনদেন চলবে।বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অভিন্ন অভিহিত মূল্য নির্ধারণের ঘোষণায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এ ঘোষণায় হতাশ ও নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার ঘটায়। ফলে, গত দুই দিন বাজারে মূল্যসূচক ও লেনদেন কিছুটা বেড়েছে। একই সঙ্গে বেশির ভাগ শেয়ারের দামও বেড়েছে।এসইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য হবে ১০ টাকা। গত মঙ্গলবার কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে গতকালের লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট বাড়ে। লেনদেনের একপর্যায়ে তা আগের দিনের চেয়ে ৯৫ পয়েন্ট বেড়ে প্রায় ৬ হাজার ২২৬ পয়েন্টে ওঠে। সেটিই ছিল গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচকের সর্বোচ্চ অবস্থান। দিন শেষে অবশ্য আগের দিনের চেয়ে ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ২১২ পয়েন্টে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ২৫১টি কোম্পানির শেয়ার হাতবদল হয়। এর মধ্যে ২০১টিরই দাম বেড়েছে। কমেছে ৪৪টির আর অপরিবর্তিত ছিল ছয়টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে ৫৪৫ কোটি টাকা লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেশি।বুধবার ডিএসইতে লেনদেন ও দর বাড়ার বেশির ভাগই ছিল ১০০ টাকা অভিহিত মূল্যের কোম্পানি। গতকালও ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানির ছয়টিই ছিল ১০০ টাকা অভিহিত মূল্যের কোম্পানি। তবে বৃহস্পতিবার দর বাড়ার তালিকার বেশির ভাগ ছিল ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানি।ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল যমুনা অয়েল, তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, সিটি ব্যাংক, ইউনাইটেড এয়ার, ওয়ান ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা ও ইসলামী ব্যাংক।এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ২২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৭৩ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ১৮৮টি কোম্পানির মধ্যে ১৫৯টিরই দাম বেড়েছে। কমেছে ২১টির আর অপরিবর্তিত ছিল তিন কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে ৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।