ডিএসইএক্স বেড়েছে ৩৭ পয়েন্ট

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে দেশের দুই শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৭ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬৪ পয়েন্ট।

ডিএসইতে আজ মোট লেনদেন গত কার্যদিবসের তুলায় কিছুটা কমেছে, হয়েছে ৩৪৬ কোটি ৯৬ লাখ টাকার। গত কার্যদিবস মোট লেনদেনের পরিমাণ ছিল ৩৪৭ কোটি ৪৭ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৫৯টির, অপরিবর্তিত আছে ১৬৮টির দর।

আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, বিকন ফার্মা, এমএল ডায়িং লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, মুন্নু সিরামিকস ও গ্রামীণফোন।

দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—এমএল ডায়িং লিমিটেড, জি কিউ বলপেন, আইটি কনসালট্যান্ট লিমিটেড, এমজেএলবিডি, বিডি অটোকার, নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং, অলিম্পিক, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, অগ্রণী ইনস্যুরেন্স।

দর কমায় তালিকায় শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—পূবালী ব্যাংক, তাল্লু স্পিনিং, ঢাকা ডায়িং, অ্যাপোলো ইস্পাত, সিএনএ টেক্স, প্যারামাউন্ট, জেনারেশন নেক্সট ফ্যাশন, গ্লোবাল ইনস্যুরেন্স ও লঙ্কা বাংলা ফাইন্যান্স।

অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৩৫টির, অপরিবর্তিত আছে ১০৪টির দর।