স্রোতের বিপরীতে ঘুরে দাঁড়াল চীনা অর্থনীতি

দ্বিতীয় ত্রৈমাসিকে গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ২ শতাংশ। ছবি: রয়টার্স
দ্বিতীয় ত্রৈমাসিকে গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ২ শতাংশ। ছবি: রয়টার্স

বছরের প্রথম প্রান্তিকে রেকর্ড সংকোচনের পর দ্বিতীয় প্রান্তিকে এসে হঠাৎ করেই ঘুরে দাঁড়িয়েছে চীনের অর্থনীতি। এপ্রিল থেকে জুন এই তিন মাসে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ২ শতাংশ। যা প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনা প্রতিরোধে বহাল লকডাউনের কারণে বছরের প্রথম তিন মাসে ব্যাপক সংকোচন হয় বিশ্বের দ্বিতীয় বৃহৎ এই অর্থনীতির। গতকাল বুধবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) এপ্রিল থেকে আবার প্রবৃদ্ধির ধারায় ফিরে এসেছে। এ সময় থেকে মূলত চীন তার অর্থনীতি খুলতে শুরু করে। ফলে দ্বিতীয় ত্রৈমাসিকে গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ২ শতাংশ। প্রথম প্রান্তিকে অর্থনীতি ৬ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছিল, যা ছিল ১৯৯২ সালের পর সবচেয়ে খারাপ ত্রৈমাসিক অবস্থা ছিল।

লকডাউন শিথিলের পাশাপাশি অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পেছনে অন্যতম অবদান রেখেছে সরকারের কর ছাড়সহ, অর্থনীতির উন্নয়নে সহায়তার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ।

দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে, বছরের প্রথম ছয় মাসে গত বছরের তুলনায় অর্থনীতি ১ দশমিক ৬ শতাংশ সংকুচিত হয়েছে।