ভারতে স্বর্ণের দামে রেকর্ড, ১০ গ্রাম ৫০ হাজার রুপি

ভারতে হু হু করে বাড়ছে স্বর্ণের দাম। আজ বুধবার স্বর্ণের দাম রেকর্ড ছুঁয়েছে। প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার রুপি। এর মধ্য দিয়ে এ বছরের প্রথম ছয় মাসে স্বর্ণের দাম ২৮ শতাংশ বাড়ল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দাম বাড়ার কারণে ভারতে স্বর্ণের খুচরা চাহিদা কমেছে। বিশ্বে স্বর্ণের ভোক্তা চাহিদার দিক দিয়ে ভারতের অবস্থান দ্বিতীয়।

আন্তর্জাতিক বাজারেও গতকাল স্বর্ণের দাম ১ শতাংশ বেড়েছে। উঠে এসেছে নয় বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে। মূলত, ডলারের অবস্থান দুর্বল হওয়ায় এবং স্বর্ণ কেনা নিরাপদ মনে করায় এর দাম বেড়েছে।

বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দাম বাড়ায় ভারতে খুচরা চাহিদা কমলেও কিছুদিন ধরে বিনিয়োগের চাহিদার উন্নতি হচ্ছে। তবে খুচরা ক্রয়ের তুলনায় বিনিয়োগের চাহিদার অংশ খুব কম।

সরকারি তথ্য অনুযায়ী, জুন প্রান্তিকে ভারতে সোনার আমদানি গত বছরের তুলনায় ৯৬ শতাংশ কমেছে। এপ্রিল ও মে মাসে চালান বন্ধ থাকার পর জুনে ১৩ টন আমদানি হয়েছে।

আজ স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। ৬ শতাংশ দাম বেড়েছে রুপার। বর্তমানে ১ ডলার সমান ৭৪ দশমিক ৫৮ রুপি।