স্যাভলনের সুরক্ষাসেবা চালু

সংবাদ সম্মেলনে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীরসহ কর্মকর্তারা।  ছবি: প্রথম আলো
সংবাদ সম্মেলনে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীরসহ কর্মকর্তারা। ছবি: প্রথম আলো

অ্যান্টিসেপটিক ব্র্যান্ড স্যাভলন গতকাল বুধবার নতুন একটি সেবা চালুর ঘোষণা দিয়েছে। সেবাটির নাম ‘স্যাভলন সুরক্ষা’। এর আওতায় স্যাভলনের দক্ষ টিম বা দল বিভিন্ন প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে। এ ছাড়া পরামর্শ প্রদানসহ স্বাস্থ্যবিধিবিষয়ক প্রশিক্ষণ এবং সংক্রমণমুক্তকরণ ও সার্টিফিকেশনের ব্যবস্থা থাকবে, যা যেকোনো প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দেবে বলে স্যাভলন আশা করছে।

ঢাকার তেজগাঁওয়ের এসিআই সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন সেবাটি চালুর ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, বিজনেস ডিরেক্টর কামরুল হাসান, বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমাদ, এসিআই ফার্মাসিউটিক্যালসের ডিরেক্টর অব অপারেশনস ইমাম আহমেদ ইশতিয়াক এবং এসিআই হেলথকেয়ারের
ডিরেক্টর, কোয়ালিটি অপারেশনস এ বি এম মাহফুজ উল আলম।

সংবাদ সম্মেলনে বলা হয়, স্যাভলন টিমের সঙ্গে কাজ করবে অভিজ্ঞ ভাইরোলজিস্ট ও মাইক্রোবায়োলজিস্ট নিয়ে গঠিত একটি বিশেষায়িত টিম। এতে আরও বলা হয়, স্যাভলন টিম কোনো প্রতিষ্ঠান পরিদর্শন শেষে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে একটি সুরক্ষা প্রতিবেদন দেবে, যা মেনে চললে করোনাঝুঁকি কমবে। বিজ্ঞপ্তি