রেলপথে আবার শুরু ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি

গতকাল রোববার থেকে রেলপথে আবার শুরু হলো ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য। ছবি: ভাস্কর মুখার্জি
গতকাল রোববার থেকে রেলপথে আবার শুরু হলো ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য। ছবি: ভাস্কর মুখার্জি

করোনার আবহের মধ্যে গতকাল রোববার থেকে রেলপথে ফের শুরু হলো ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য।

করোনা ও লকডাউনের কারণে এত দিন পেট্রাপোল-বেনাপোল রেলপথে বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ ছিল। গতকাল তা ফের শুরু হলো।

কলকাতা থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল ও বাংলাদেশের যশোর জেলার বেনাপোল হয়ে রেলপথে শুরু হয় এই বাণিজ্য।

এর আগে দুই দেশের মধ্যে স্থলপথে পেট্রাপোল-বেনাপোল রুটে বাণিজ্য শুরু হয়। এই পথে ট্রাকে করে চলছে আমদানি-রপ্তানি।

গতকাল সকালে কলকাতা থেকে বাংলাদেশগামী মালবাহী ট্রেনে ভারতীয় পণ্য তোলা হয়। ৫০টি কন্টেইনার নেওয়া হয় ২৫টি বগিতে। এদিন বাংলাদেশে রপ্তানি করা হয় এক হাজার টন পণ্য। এর মধ্যে ছিল টেক্সটাইল ও কসমেটিকসসামগ্রী। গতকাল দুপুরেই মালবাহী ট্রেনটি বাংলাদেশের বেনাপোল সীমান্তে পৌঁছায়।

পেট্রাপোল শুল্ক বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মিহির কুমার চন্দ্র বলেন, রেলপথে বাংলাদেশের সঙ্গে ফের পণ্য আমদানি-রপ্তানি শুরু হওয়ায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে। মালবাহী ট্রেনে আরও বেশি করে পণ্য আমদানি-রপ্তানি বাড়বে