অর্থনীতি | বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৩
১৩. ভোক্তার আয় বৃদ্ধি পেলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কী হয়?
ক. অকার্যকর খ. দ্রুত কার্যকর
গ. অধিক কার্যকর ঘ. কার্যকর
১৪. দামের সাথে চাহিদার কী ধরনের সম্পর্ক রয়েছে?
ক. সমমুখী খ. ঊর্ধ্বমুখী
গ. বিপরীতমুখী ঘ. পরিপূরক
১৫. নিচের কোনটি চাহিদা বিধির শর্তবহির্ভূত?
ক. ক্রেতার আয়
খ. ক্রেতার রুচি
গ. ক্রেতার সংখ্যা
ঘ. জাঁকজমকপূর্ণ দ্রব্য
১৬. দাম বাড়লে চাহিদা কী রূপ হয়?
ক. বাড়ে খ. সমান থাকে
গ. ঋণাত্মক ঘ. কমে
১৭. দ্রব্যের দামের ওপর চাহিদার নির্ভরশীলতার সম্পর্ককে কী বলে?
ক. উপযোগ বিধি খ. যোগান বিধি
গ. চাহিদা বিধি ঘ. উৎপাদন বিধি
১৮. দ্রব্যের দাম কম হলে চাহিদা কেমন হয়?
ক. বাড়ে খ. সর্বনিম্ন
গ. অপরিবর্তনীয় ঘ. শূন্য
১৯. বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণকে কী বলে?
ক. জোগান খ. মজুদ
গ. বিনিয়োগ ঘ. মুনাফা
২০. দাম ও জোগানের সম্পর্ক কী রূপ?
ক. বিপরীতমুখী খ. সর্বত্র সমান নয়
গ. সমমুখী ঘ. উভয়ই ভোক্তার চাহিদার ওপর নির্ভরশীল
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১৩. ক ১৪. গ ১৫. ঘ ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. গ