অধ্যায়–৩
২৭. একটি নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে পরিমাণ দ্রব্য জোগান দেয় তাকে কী বলে?
ক. বাজার জোগান খ. জোগান বিধি
গ. ব্যক্তিগত জোগান ঘ. সামষ্টিক জোগান
২৮. জোগান বৃদ্ধি পাওয়ার কারণ কী?
ক. দাম হ্রাস খ. দাম বৃদ্ধি
গ. চাহিদা হ্রাস ঘ. জনসংখ্যা হ্রাস
২৯. জোগান রেখা বাঁ দিকে থেকে ডান দিক ঊর্ধ্বগামী হওয়ার কারণ—
i.জোগান বিধি ii. সময় ও দাম
iii. বিক্রেতার সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৩০. ক্রেতা ও বিক্রেতার দর–কষাকষির ফলে বিক্রিত দ্রব্যটির কী হয়?
ক. চাহিদা বেশি খ. জোগান বেশি
গ. দাম বেশি ঘ. চাহিদা ও জোগান সমান
৩১. বাজারে দর–কষাকষি সৃষ্টি হয় কাদের মধ্যে?
ক. ক্রেতা–উৎপাদক খ. ব্যবসায়ী–বিক্রেতা
গ. উৎপাদক–ব্যবসায়ী ঘ. ক্রেতা–বিক্রেতা
৩২. বাজার ভারসাম্যের শর্ত কোনটি?
ক. চাহিদা = জোগান
খ. চাহিদা > জোগান
গ. জোগান > চাহিদা
ঘ. চাহিদা ≠ জোগান
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২৭. গ ২৮. খ ২৯. ঘ ৩০. ঘ ৩১. ঘ ৩২. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ শামীম, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা