অর্থনীতি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৬

৪৬. একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের প্রধান সূচক হিসেবে কোনটিকে গণ্য করা হয়?

ক. মাথাপিছু আয়

খ. মাথাপিছু ব্যয়

গ. মোট ভোগ

ঘ. মোট সঞ্চয়

৪৭. মাথাপিছু জিডিপি কী?

ক. জনপ্রতি বার্ষিক জিডিপি

খ. মোট জাতীয় আয়

গ. নিট জাতীয় আয়

ঘ. মোট দেশজ উৎপাদন

৪৮. কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি?

ক. আয় পদ্ধতি

খ. বণ্টন পদ্ধতি

গ. বিনিয়োগ পদ্ধতি

ঘ. ভোগ পদ্ধতি

৪৯. মোট দেশজ উৎপাদন বৃদ্ধির গুরুত্বপূর্ণ মৌলিক নির্ধারক হিসেবে কোনটিকে বিবেচনা করা হয়?

ক. ভূমি

খ. শ্রম

গ. মূলধন

ঘ. প্রযুক্তি

৫০. উন্নত দেশে মোট দেশজ উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক কোনটি?

ক. মূলধন

খ. ভূমি

গ. শ্রম

ঘ. প্রযুক্তি

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৪৬. ক ৪৭. ক ৪৮. ক ৪৯. গ ৫০. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শামিমুর হাসান, শিক্ষক, মতিঝিল মডেল স্কুল ও কলেজ, ঢাকা