অধ্যায় ২
১২. গিফেন দ্রব্যের চাহিদা রেখাটি কেমন হয়?
ক. ভূমি অক্ষের সমান্তরাল
খ. লম্ব অক্ষের সমান্তরাল
গ. ডানদিকে ঊর্ধ্বগামী
ঘ. ডানদিকে নিম্নগামী
১৩. দামের সঙ্গে জোগানের সম্পর্ক কীরূপ?
ক. ধনাত্মক খ. ঋণাত্মক
গ. শূন্য ঘ. মাঝামাঝি
১৪. করারোপের ফলে জোগান রেখার কী পরিবর্তন হয়?
ক. জোগান রেখাটি বাঁদিকে স্থানান্তরিত হয়
খ. জোগান রেখাটি ডানদিকে স্থানান্তরিত হয়
গ. জোগান রেখাটি নিম্নগামী হয়
ঘ. কোনো পরিবর্তন হয় না
১৫. জোগান রেখা ডানদিকে স্থানান্তরিত হয়—
i. বাম্পার ফলন হলে
ii. ভতুর্কি প্রদানের ফলে
iii. অনুকূল আবহাওয়া থাকায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬. ‘দাম বাড়লে জোগান বাড়ে, দাম কমলে জোগান কমে’— এটি অর্থনীতিতে কী নির্দেশ করে?
ক. দাম বিধি খ. চাহিদা বিধি
গ. জোগান বিধি ঘ. ভারসাম্য
১৭. নিচের কোনটি মূল বিন্দুগামী জোগান রেখার সমীকরণ?
ক. S = - c + dP খ. S = c + dP
গ. S = dP ঘ. S = - dP
১৮. জোগানের হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে কী হয়?
ক. পরিমাণ স্থির থাকে
খ. চাহিদা স্থির থাকে
গ. উৎপাদন স্থির থাকে
ঘ. দাম স্থির থাকে
১৯. ভারসাম্যাবস্থায় নিচের কোনটি সঠিক?
ক. চাহিদা > জোগান
খ. চাহিদা > জোগান
গ. চাহিদা = জোগান
ঘ. চাহিদা > জোগান
২০. ভারসাম্যাবস্থায় চাহিদা রেখাটি ডানদিকে স্থানান্তরিত হলে—
i. দাম বাড়বে
ii. জোগান কমবে
iii. পরিমাণ বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২১. চাহিদা > জোগান হলে বাজারে কী সৃষ্টি হবে?
i. অভারসাম্য
ii. অতিরিক্ত চাহিদা
iii. অতিরিক্ত জোগান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. গ ২১. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল