default-image

অধ্যায় ৪

১. জনসংখ্যার দিক হতে বাংলাদেশ পৃথিবীর কততম দেশ?

ক. ৬ষ্ঠ খ. ৭ম

গ. ৮ম ঘ. ৯ম

২. তৃতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ কোনটি?

ক. বাংলাদেশ খ. মিসর

গ. পাকিস্তান ঘ. সৌদি আরব

৩. ২০১৪ সালে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল?

ক. ১.৩৭ শতাংশ খ. ২.৩৭ শতাংশ

গ. ৩.০২ শতাংশ ঘ. ৪.১৭ শতাংশ

বিজ্ঞাপন

৪. ‘ক’ দেশে ২০১১ সালে মোট জনসংখ্যা ১৭,১৪,৭০,০০০ এবং ঐ বছর জন্মগ্রহণ করেছে এমন জীবন্ত শিশুর সংখ্যা ৩০,৭৫,৫৮৪ জন। এ ক্ষেত্রে ‘ক’ দেশের স্থূল জন্মহার কত?

ক. ১৭.৯৩৬ খ. ১৮.৫৬৫

গ. ১৮.৬৫৫ ঘ. ১৯.০২১

৫. কোনো দেশের মোট জনসংখ্যা ৫০,৩৪,৫০০ জন, মোট অভিবাসী ৩০,০০ জন এবং মোট দেশান্তর ২৫,৫০০ জন হলে ঐ দেশের নীট অভিবাসন কত হবে?

ক. ০.৮৯৩ খ. ০.৯৪

গ. ০.৭৫২ ঘ. ০.৪৫২

৬. স্থূল মৃত্যুহার নির্ণয়ের সূত্র কোনটি?

ক. বিবেচ্য বছরের মোট মৃতের সংখ্যা বিবেচ্য বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা × ১০০০

খ. বিবেচ্য বছরের জনসংখ্যা বিবেচ্য বছরের মৃতের সংখ্যা × ১০০০

গ. বিবেচ্য বছরের জনসংখ্যা মৃতের সংখ্যা × ১০০০

ঘ. বিবেচ্য বছরের জনসংখ্যা — বিবেচ্য বছরের মৃতের সংখ্যা × ১০০০

৭. World Development Report-2014 অনুযায়ী চীনের জনসংখ্যার ঘনত্ব কত ছিল?

ক. ৬,৮৬৬ জন (প্রতি বর্গ কিমি)

খ. ৬,১৩২ জন (প্রতি বর্গ কিমি)

গ. ৬,০৩৬ জন (প্রতি বর্গ কিমি)

ঘ. ৬,৫৬৮ জন (প্রতি বর্গ কিমি)

৮. একটি দেশের জনসংখ্যা বৃদ্ধি ঐ দেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলে?

i. কর্মসংস্থানের ঘাটতি

ii. মাথাপিছু আয় হ্রাস iii. মুদ্রাস্ফীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

বিজ্ঞাপন

৯. ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে কয়টি অনুমিত শর্ত রয়েছে?

ক. ৫টি খ. ৬টি

গ. ৭টি ঘ. ৮টি

১০. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব কত?

ক. ১,০১১ জন (বর্গ কিমি)

খ. ১,০১৩ জন (বর্গ কিমি)

গ. ১,০১৪ জন (বর্গ কিমি)

ঘ. ১,০১৫ জন (বর্গ কিমি)

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১. গ ২. ক ৩. ক ৪. ক ৫. ক ৬. ক

৭. ক ৮. ঘ ৯. গ ১০. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন