default-image

অধ্যায় ৪

২৩. টমাস রবার্ট ম্যালাথাস কোন দেশের অর্থনীতিবিদ?

ক. ফ্রান্স খ. ইটালি

গ. জাপান ঘ. ইংল্যান্ড

২৪. ‘An Essay on the Principles of population’ গ্রন্থটি কার?

ক. টিম বার্নাস লি

খ. টমাস রবার্ট ম্যালাথাস

গ. এডওয়ার্ড ওয়েস্ট

ঘ. হেনরী সিজউক

২৫. জনসংখ্যার ঘনত্বের সূত্র কোনটি?

ক. ​DP = ​ TP _ TA ​​

খ. ​DP = ​ TA _ TP ​​

গ. ​DP = TP − TA​

ঘ. ​DP = TP × TA​

বিজ্ঞাপন

২৬. ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বানুযায়ী জনসংখ্যা কীভাবে বাড়ে?

ক. গাণিতিক হারে

খ. জ্যামিতিক হারে

গ. অর্থনৈতিক হারে

ঘ. কাল্পনিক হারে

২৭. ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর খাদ্য উৎপাদনের লক্ষমাত্রা কত?

ক. ১৯.০২ মিলিয়ন মেট্রিক টন

খ. ২০.৪৫ মিলিয়ন মেট্রিক টন

গ. ২১.১৯ মিলিয়ন মেট্রিক টন

ঘ. ২২.০৬ মিলিয়ন মেট্রিক টন

২৮. কাম্য জনসংখ্যা তত্ত্বের ত্রুটিগুলো হলো—

i. মৌলিক তত্ত্বের অভাব

ii. বাস্তব অবস্থা বিশ্লেষণে অসমর্থ

iii. মাথাপিছু আয়ের সঠিক পরিমাপ অসম্ভব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায়—

i. পরিবার পরিকল্পনা গ্রহণ

ii. শিক্ষার প্রসার ঘটানো

iii. অর্থনৈতিক উন্নয়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

অধ্যায় ৮

১. ২০১৪-১৫ অর্থবছরে মোট আমদানি ব্যায়ের পরিমাণ কত ছিল?

ক. ৩৮,৬০৮ মিলিয়ন মার্কিন ডলার

খ. ৪০,৭০৪ মিলিয়ন মার্কিন ডলার

গ. ৪১,৩০২ মিলিয়ন মার্কিন ডলার

ঘ. ৪৩,০০০ মিলিয়ন মার্কিন ডলার

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২৩. ঘ ২৪. খ ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. ঘ ২৯. ঘ

অধ্যায় ৮: ১. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন