‘ইউকে এডুকেশন এক্সপো’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অফিস প্রাঙ্গণে আগামী শনিবার (২৫ জুন) হবে এই এক্সপো। ওই দিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে আইইএলটিএস ও ইউকে এডুকেশন এক্সপোটি। ইউকেতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামটি উন্মুক্ত থাকবে।
এএইচজেড অ্যাসোসিয়েট, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ও এইচএসবিসির যৌথ আয়োজনের এ অনুষ্ঠানে বিভিন্ন ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আগ্রহী শিক্ষার্থীরা সেপ্টেম্বর ২০২২-এর জন্য তাঁদের আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি