ইসলামী বিশ্ববিদ্যালয়ে 'এ' ইউনিটের ফল প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী ও উপাচার্যের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এক শিফটে ওই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ওই ইউনিটের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারীর কাছে ফল হস্তান্তর করা হয়।
এবার ‘এ’ ইউনিটে পরীক্ষা দিয়েছেন ১৪৭০ জন। এর মধ্যে পাশের হার শতকরা ৯৫.২৩ ভাগ। মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন ২৪০ জন শিক্ষার্থী। ফলাফল ধর্মতত্ত্ব অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।