প্রশ্ন: নিচের অনুচ্ছেদ থেকে সর্বনাম পদ খুঁজে বের করো।
আজ আমার বয়স সাতাশ মাত্র। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। তবুও ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের ওপর ভ্রমর আসিয়া বসিয়া ছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে।
উত্তর
সর্বনাম পদ: আমার; ইহার; এ; ইহা; যাহা; সেই; তাহার।
প্রশ্ন: নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো।
খুব ভোরে সে ঘর থেকে বের হলো।
ব্যস্ত ঢাকা তখনো নিদ্রাদেবীর কোলে সমর্পিত। ক্লান্ত চাঁদ সূর্যের প্রভায় বিলীন হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। একটি চায়ের দোকানে দাঁড়িয়ে স্বচ্ছ গ্লাসে চা পান করছে দুজন পরিচ্ছন্নতাকর্মী।
উত্তর
বিশেষণ পদ: খুব ভোরে; ব্যস্ত; ক্লান্ত; কোলে; একটি; স্বচ্ছ; দুজন।
প্রশ্ন: নিচের অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শব্দশ্রেণি খুঁজে বের করো।
গরিবকে সাহায্য করা উচিত। গাড়িটা বেশ জোরে চলছে। তিনি একমনে টিভি দেখছেন। যত মধু তত মিষ্টি। কী-জ্বালা, আর কতক্ষণ অপেক্ষা করব।
উত্তর
ব্যাকরণিক শ্রেণি: গরিবকে = বিশেষ্য;
জোরে = ক্রিয়া বিশেষণ; একমনে=ক্রিয়া বিশেষণ; তত = সাপেক্ষ সর্বনাম; কী-জ্বালা=আবেগ শব্দ।
প্রশ্ন: নিচের অনুচ্ছেদ থেকে অব্যয় পদ খুঁজে বের করো।
আমানকে নিয়ে ওর মায়ের অনেক আশা। ওর কাছে মায়ের অনেক চাওয়া, ওর জন্য অনেক আয়োজন। ওকে ছাড়া ওর মায়ের এক মুহূর্ত চলে না। ওর সাথেই মায়ের সব সলাপরামর্শ।
উত্তর
অব্যয় পদ: নিয়ে; কাছে; জন্য; ছাড়া;
সাথেই।
প্রশ্ন: নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো।
সাদা মেঘে আকাশ ছেয়ে আছে। হঠাৎ টিপটিপ বৃষ্টি শুরু হলো। করিম ভাঙা ছাতা দিয়ে বৃষ্টি ঠেকানোর বৃথা চেষ্টা করছিল। তার বেখেয়ালি মন হালকা বৃষ্টি আর মৃদু হাওয়ায় অস্থির হয়ে উঠল।
উত্তর
বিশেষণ পদ: সাদা, টিপটিপ, ভাঙা, বৃথা, বেখেয়ালি, হালকা, মৃদু ।
*লেখক: মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা