এসএসসির ব্যবহারিকের নম্বর ৩০ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে

চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক নম্বর ৩০ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় পাঠাতে বলা হয়েছে। অনলাইনের মাধ্যমে কেন্দ্রগুলোকে এ নম্বর পাঠাতে হবে।

গতকাল বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানকে নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতার মূল্যায়ন শেষে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ছক কেন্দ্র থেকে সংগ্রহ করে প্রাপ্ত নম্বরের তালিকা ২৮ নভেম্বরের মধ্যে কেন্দ্রে পাঠাতে হবে। কেন্দ্রকে তার আওতাধীন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ব্যবহারিক খাতার নম্বর ৩০ নভেম্বরের মধ্যে বোর্ডে অনলাইনের মাধ্যমে পাঠাতে হবে। প্রতিষ্ঠান থেকে পাঠানো ওই নম্বরের হার্ড কপির এক কপি ও কম্পিউটার প্রিন্টের এক কপি বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শাখায় আগামী ২ ডিসেম্বরের মধ্যে হাতে হাতে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসএসসি পরীক্ষার ধারাবাহিক মূল্যায়নের নম্বর পাঠানোর প্রয়োজন নেই। বিষয়ভিত্তিক ব্যবহারিক খাতার মোট নম্বর ২৫ ধরে মূল্যায়ন করতে হবে।