default-image

অধ্যায় ১

১৫. একজন পূণ৴বয়স্ক মহিলা মানুষের দৈনিক কত কিলোক্যালরি সমপরিমাণ খাবার দরকার?

ক. ১২০০ খ. ১৫০০

গ. ২০০০ ঘ. ২৫০০

১৬. এসেটিক এসিডের শতকরা ৫ ভাগ দ্রবণকে কী বলে?

ক. এনজাইম

খ. ভিনেগার

গ. সালফেট

ঘ. ফসফেট

১৭. সালফেটের লবণ ব্যবহারের ফলে কিসের বৃদ্ধি কমানো যায়?

i. ছত্রাক

ii. ব্যাকটেরিয়া

iii. অন্যান্য অণুজীব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ i ও iii

গ. ii ও iii ঘ. i, ii, ও iii

১৮. ফলের রস ও ফলের শাঁস সংরক্ষণের জন্য কোনটি প্রয়োজন?

ক. ভিনেগার

খ. এসিটিক এসিড

গ. সোডিয়াম বেজোয়েট

ঘ. লবণ

১৯. আম যেন দ্রুত না পাকে এবং গাছে দীর্ঘদিন থাকে সে জন্য কী স্প্রে করে?

ক. কালটার খ. ভিনেগার

গ. কার্বাইড ঘ. কোহল

সঠিক উত্তর

অধ্যায় ১: ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯ ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

*মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন