কম্পিউটার শিক্ষা

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ কম্পিউটার শিক্ষা বিষয়ের অধ্যায়-৫ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের কিছু নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৫
২৭। বাংলা সফটওয়্যার হলো—
i. বিজয় ii. শহীদলিপি iii. চন্দ্রাবতী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮। বানান সংশোধনের কাজকে বলা হয়—
ক. ডিবাগিং খ. এডিটিং
গ. প্রুফ দেখা ঘ. এনকোডিং
২৯। বানান সংশোধনের কাজ কোন মেন্যুর অধীনে?
ক. Tools খ. File গ. Format ঘ. View
৩০। Ms word প্রোগ্রামে ইংরেজি বানান ও ব্যাকরণ পরীক্ষার জন্য কমান্ড দিতে হয়—
i. Ctrl+F7
ii. Tools মেন্যুর spelling & Grammar
iii. F7 বোতাম চাপতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১। কোনো ডকুমেন্ট তৈরি করার পরের কাজ হলো—
ক. নাম দেওয়া খ. সংরক্ষণ করা
গ. মুছে ফেলা ঘ. সম্পাদন করা
৩২। লেখা সাজানোর প্রথম কাজ—
ক. ফন্ট ঠিক করা
খ. অক্ষরের আকার-আকৃতি বিন্যাস করা
গ. বানান ঠিক করা ঘ. ইনডেন্ট করা
৩৩। লেখা সম্পাদনার প্রথম কাজ—
ক. মার্জিন বিন্যাস খ. বানান সংশোধন
গ. আকৃতি পরিবর্তন ঘ. পৃষ্ঠার মাপ নির্ধারণ
৩৪। ট্যাবের নিচের সারি হচ্ছে—
ক. রিবন খ. রুলার
গ. স্ক্রল বার ঘ. টাইটেল বার
৩৫। বাংলা সফটওয়্যার শহীদলিপি ব্যবহার করা হয় কোন কম্পিউটারে?
ক. সুপার খ. ম্যাকিন্টোশ
গ. মেইনফ্রেম ঘ. মিনি
৩৬। টেবিলের মাঝে ৪টি ঘর একীভূত করতে কোন কমান্ড ব্যবহার করতে হবে?
ক. Merge খ. Delete
গ. Delete table ঘ. Alt+Ctr l+B
৩৭। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে ট্যাব কি একবার চাপলে কত ইঞ্চি জায়গা সরে?
ক. আধা খ. এক গ. দেড় ঘ. দুই
৩৮। কাগজের মাপ হলো—
i. A4 Size: 8.27 × 11.69
ii. US Letter Size : 8.5 × 11
iii. Legal Size: 8.5 × 14
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯। একটি অক্ষরকে সর্বোচ্চ কত পয়েন্ট পর্যন্ত বড় করা যায়?
ক. ১৬৩৮ খ. ১৬৪৮ গ. ১৬৫৮ ঘ. ১৬৬৮
৪০। ইনডেনটেশন কয় প্রকারের হতে পারে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৪১। Print ডায়ালগ বক্সের জন্য কি-বোর্ড কমান্ড—
ক. Ctrl+P খ. Alt+P গ. Shift+P ঘ. Ctrl+N
৪২। কোনো ডকুমেন্ট কপি করার কি-বোর্ড কমান্ড—
ক. Ctrl+C খ. Ctrl+Z গ. Alt+C ঘ. Alt+X
৪৩। DTP-এর পুরো নাম কী?
ক. Desk Top Publishing
খ. Data Type Publishing
গ. Dircet Typing Print ঘ. Desk Top Print
৪৪। COMPUTER শব্দটির M অক্ষরের আগে মাউসের কার্সরটি অবস্থান করছে। এ অবস্থায় Backspace চাপলে শব্দটির কী পরিবর্তন হবে?
ক. CMPUTER খ. COPUTER
গ. OMPUTER ঘ. CPUTER

অধ্যায়-৬
১। ওয়ার্কশিট বলতে কী বোঝায়?
ক. একটি সারি খ. ডেটাবেজ
গ. বহু ঘরবিশিষ্ট একটি হিসাবের ছক
ঘ. একটি কলাম
২। স্প্রেডশিট প্রোগ্রাম চালু করার পর পর্দায় অসংখ্য ঘরবিশিষ্ট একটি হিসাবের ছক দেখা যায়? ছকটিকে কী বলে?
ক. ওয়ার্ক ফিল্ড খ. ওয়ার্কশিট
গ. ওয়ার্ক পেজ ঘ. ওয়ার্ক রেঞ্জ
৩। এক্সেল একটি — স্প্রেডশিট প্রোগ্রাম
ক. GUI Based খ. Text Based
গ. Key Based ঘ. DOS Based

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কম্পিউটার শিক্ষা: সঠিক উত্তর
অধ্যায়-৫
২৭. ক ২৮.গ ২৯. ক ৩০. গ ৩১. খ ৩২. খ ৩৩. খ ৩৪. ক ৩৫.খ ৩৬. ক ৩৭. ক ৩৮. ঘ ৩৯. ক ৪০. ক ৪১. ক ৪২. ক ৪৩. ক ৪৪. ক।
অধ্যায়-৬
১. গ ২. খ ৩. ক।